আজ দুপুর একটার দিকে হালুয়াঘাট থানা জুগলী ইউনিয়ন ছাতুগাঁও গ্রামে ইসলামিক মিশন সংলগ্ন গভীর নলকূপের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় একজন মৃত্যুবরণ করেন ও একজন আহত হন! আহত ব্যক্তির নাম বিজয় (ডাক নাম) (১৭) সে জিগাতলা গ্রামের দাউদের ছেলে মৃত ব্যক্তির নাম কায়েস (২০)সে দাউদের বোনের ছেলে তার বাড়ি ফুলপুর থানার ভাইটকান্দি বাড়ি