Magspot Blogger Template

হালুয়াঘাটে অসুস্থ গরুর গোশত বিক্রির অভিযোগ

Priyohaluaghat প্রিয় হালুয়াঘাট 

মযমনসিংহের হালুয়াঘাটের নাগলা বাজারেনুরু ইসলাম নামের একজন গোস্তো ব্যবসায়ীর বিরুদ্ধে অসুস্থ গরুর গোস্ত বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।


দীর্ঘদিন যাবৎ নাগলা বাজারে ব্যবসা করে আসছিল নুর ইসলাম।
তার বাড়ি ফুলপুর উপজেলার চর পয়ারি গ্রামে । জানা যায়, গত শনিবার রাত ১ টার সময় বস্তায় করে মাংস নিয়ে আসে বিক্রি করার জন্য।

এলাকার লোকজন করলে গোস্তের উৎসের ব্যবপারে জানতে চাইলে সে সঠিকভাবে বলতে আপত্তি করে। এ সময় একাধিক জায়গার নাম বললে এলাকাবাসী তাকে সন্দেহ করলে গোস্তসহ একটি ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

এই বিষয়ে জানতে চাইলে নুর


ইসলাম মুঠোফোনে বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
গরুটি মৃত নয় কিন্তু মৃতপ্রায় ছিলো।

তার বিরুদ্ধে এর আগেও মহিষের গোস্তের কথা বলে গরুর গোস্ত বিক্রির অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে গোস্ত থেকে দুর্গন্ধ হওয়ার প্রমাণ মিলেছে ।

এই খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানা পুলিশ এবং গোস্ত মাটিতে পুতে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, অসুস্থ গরু জবাই করে গোস্ত বানানোর কাজ চলছিল।
এমতাবস্থায় প্রত্যাক্ষদর্শী কয়েকজন গোস্ত সহ তাকে জেরা করলে সে পালিয়ে যায়।
@priyohaluaghat

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال