Magspot Blogger Template

ধোবাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া উত্তর রাণীপুর ও পোড়াকান্দলিয়া দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতরা হলো—উত্তর রাণীপুর গ্রামের মনির হোসেনের ছেলে তামিম (২) ও দুধনই গ্রামের হুমায়ূনের ছেলে হোসাইন (২)।


স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় শিশু দুজন বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশু দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সেলিম রেজা বলেন, “শিশু দুজনকে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছিল।”


ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো অবগত নই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”


এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال