ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থে রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে এ অভিযান শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আনসার, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সরকারি সম্পত্তি দখলমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

