Magspot Blogger Template

এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলেই মৃত্যু হয়েছে এক পরীক্ষার্থীর।

এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলেই মৃত্যু হয়েছে এক পরীক্ষার্থীর। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


ওই শিক্ষার্থীর নাম প্রপারলি হাগিদক (১৭)। সে উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ স্রংয়ের মেয়ে। উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ স্রং জানান, গতকাল একজন এসএসসি পরীক্ষার্থী হলে এসে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স থেকে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার প্রায় শেষপর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা রক্তশূন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال