রাজশাহীতে বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে চাকায় পিষ্ট হলো শিশু।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুকে ধাক্কা দেয়। এতে মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাচ্ছিল। বাসলীতলা এলাকায় লোকজন বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়েছে। বাসটি থানায় নেওয়া হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি নয়। তাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।