Magspot Blogger Template

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ফুলপুরের একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত

 ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ফুলপুরের একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ফুলপুরের একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত


ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কার ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬জন নিহত হয়েছেন।এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলের ঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ফুলপুর উপজেলার  হাটপাগলা  গ্রামের মন্ডল বাড়ির আমার চাচাতো ভাই ভাবি,,ভাতিজা,,ভাতিজি একই পরিবারের ৫ জন রযেছে বলে জানা যায়। তারা হলেন- হজু মিয়া (৩৫), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (৮)।

চাচাতো ভাই রফিক (৪০).আরো অনেকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এলাকাবাসী সবাই গভীর ভাবে শোকাহত।

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال