শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় মঙ্গলবার বিকেলে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালায়। এসময় স্থানীয় কয়েকজন মাদকসেবী পুলিশকে বাধা দিয়ে হঠাৎ হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আহত পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে মাদকসেবীরা সংগবদ্ধ হয়ে এ হামলা চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।