ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনে আয়োজিত এ সভায় সার্বিক কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুনরায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট সার্কেল এএসপি জনাব সাগর সরকার।
সভায় জেলার বিভিন্ন সার্কেল ও থানার অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, মাদক ও চোরাচালান দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হালুয়াঘাট সার্কেলের ভূমিকাই ছিল অনন্য।
জানতে চাইলে এএসপি সাগর সরকার বলেন, “এ সম্মান শুধু আমার নয়, হালুয়াঘাট সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা এএসপি সাগর সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তার অবদান প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও তার নেতৃত্বে হালুয়াঘাট সার্কেল অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করবে।