হালুয়াঘাট পৌরসভায় উচ্ছেদ অভিযান: ভাসমান দোকানদারদের স্থানান্তরের নির্দেশ
হালুয়াঘাট পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসন ও জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে পৌরসভা কতৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভাসমান দোকান মালিকদের উদ্দেশ্যে জানানো হয়, তারা যেন পৌরসভার সাথে আলোচনা করে অন্যত্র ব্যবসার জন্য উপযুক্ত যায়গা খুঁজে নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
এছাড়া জানা যায়, ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের পাশে অবৈধ দখলদার এবং শহীদ মিনার থেকে সীমান্ত রাস্তার পশ্চিম পাশে থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরই সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মহোদয় ভবন মালিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা স্বেচ্ছায় রাস্তার জায়গা ছেড়ে দিন। অন্যথায় শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Tags
হালুয়াঘাট