Priyohaluaghat প্রিয় হালুয়াঘাট ময়মনসিহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনয়িন ছনাটিয়া গ্রাম থেকে গতকাল রাতে চায়ের দোকানে খেলারত অবস্থায় ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায়, ছনাটিয়া সলিংরাস্তার সাথে পুকুরপাড়ে একটি চায়ের দোকানে প্রায় সময় জোয়াড় আসর বসে। সে ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ টিপু সুলতান এর দিগ নির্দেশনায়
এস,আই জাকির এস, আই মাসুদ ও এ এস, আই মনির সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নারায়ন (৪২) প্রীতি রঞ্জন (৩৭) রুপেশ চন্দ্র(৩৮) নিকলেশ চন্দ্র (২৮) মোস্তফা মন্ডল(৫৪) হাবিবুর রহমান (৪০) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জোয়া আইনে ৪ ধারায় অভিযোগ দায়ের দায়ের করেন, মামলা নং- ৪১ এ বিষয়ে অফিসার ইনচার্জ টিপু সুলতানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জোয়া এবং মাদকের অভিযান অব্যহত থাকবে।
Tags
ধোবাউড়া