কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম।
সাআদ মাহমুদ:- জানা যায় ৪ মাস ১৭ দিনে পর ৬ নভেম্বর পাগলা মসজিদের সিন্দুক খোলে নগদ ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া ।
যা পাগলা মসজিদের ইতিহাসে পাওয়া যায়নি। যা দান সিন্দুক থেকে পাওয়া দানের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে দান সিন্দুক থেকে পাওয়া সর্বোচ্চ দান ছিল দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা। চলতি বছরের ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলার পর ওই টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাগলা মসজিদের দান সিন্দুকে জমা পড়েছে।
