ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২২ ঘণ্টা পরে পুকুর থেকে ৫ম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্র রাফির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত শিশু রাফি আহামেদ(১২) উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজারের চা বিক্রেতা আবুল কালামের পুত্র।জানা গেছে, শিশু ছাত্র রাফি গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরে আত্মীয় স্বজনসহ বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজখবর নিলে কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে নিখোঁজের ২২ ঘন্টাপর মামুদপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।
সহপাঠী ও স্থানীয়রা জানান, রাফি আহামেদ দু’চোখে যখন যা দেখত তখন তাই তৈরি করে ফেলতেন। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হবে । তার বাড়িতেও দেখা গেছে ইলেকট্রনিক জিনিসপত্রসহ তার তৈরি করা নানান বৈজ্ঞানিক যন্ত্রপাতি।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হবে লাশ মর্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Tags
ময়মনসিংহ
Sed niws
উত্তরমুছুনsed
উত্তরমুছুন