ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোবারক হোসেন (২২) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। একই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল বেলায় প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে কাজ করছিলেন মোবারক হোসেন। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার মুহূর্তে পাশে থাকা স্ত্রী ছুটে এসে তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
নিহত মোবারক হোসেন গোয়াতলা এলাকার শাহজাহানের ছেলে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ছাদের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার সরিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।