সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দাসহ ৬ জনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকায়। সাফ জয়ের কৃতিত্বের পর এলাকার মাটিতে পা দিয়েই সংবর্ধনা পেয়েছেন তারা।
![]() |
ফাইল ছবি |
মারিয়া মান্দাসহ সংবর্ধনা পাওয়া অন্য পাঁচজন হলেন সানজিদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলী আজিম।
আজ সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলার খেলার মাঠে কীর্তিমান কিশোর ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম েমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ময়মনসিংহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দিয়ে ওই ছয় নারী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নারী ফুটবলার তৈরির যারা কারিগর, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী শীল, সাবেক শিক্ষক ও কোচ মফিজ উদ্দিন ও কলসিন্দুর ফুটবল টিমের কোচ জুয়েল মিয়াকেও দেওয়া হয় সংবর্ধনা।
❤️
উত্তরমুছুন