Magspot Blogger Template

হালুয়াঘাটে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত : ২ জুলাই, ২০২৩ ১২:৫০

ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে মো. ইন্তাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।


বৃদ্ধের স্বজনরা জানান, ইন্তাজ আলীর হাঁসের খামার ছিল। সকাল ১০টার দিকে বাড়ির পাশে পতিত কৃষি জমি থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

ইন্তাজ আলীর ভাতিজা আবু কালাম বলেন, ‘আমারও হাঁসের খামার আছে। আমিও হাঁস আনতে পাশের জমিতে ছিলাম। বজ্রপাত হওয়ার কিছু সময় পর আর চাচাকে দেখতে পাচ্ছিলাম না। কাছাকাছি গিয়ে দেখি ১২টি হাঁস মারা গেছে। আর চাচা পাশে পড়ে আছে, তার শরীর পুড়ে গেছে।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال