ময়মনসিংহের ফুলপুরে কংশ নদে সাহিদ মিয়া নামে পাঁচ বছরের শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ৮ টার দিকে উপজেলার মৈশাউন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাহিদ মিয়া ওই এলাকার মোঃ সোবেল মিয়ার ছেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয়রা জানান,সাহিদের চাচা সকালে মাছ ধরতে গেলে চাচার অজান্তেই কংশ নদে পড়ে যায় সাহিদ পরিবার ও এলাকার লোকজন নদীতে নেমে খোঁজ করতে থাকে।কিন্তু না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।তবে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ লুৎফর রহমান কালবেলাকে জানান,আমরা ঘটনাস্থলে রয়েছি উদ্ধার অভিযান চলমান রয়েছে। আমাদের অনেকটা সময় দেরীতে খবর দেওয়ায় এবং নদে স্রোত থাকায় অনেক দূর পর্যন্ত খুঁজতে হচ্ছে।ময়মনসিংহ থেকে একটি ডুবরী টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।