হালুয়াঘাটে পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের খয়রাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহাত (২)। সে পৌর শহরের ব্যবসায়ী খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটির মা ঘরে ইফতার তৈরি করছিলেন। এ সময় শিশুটি একা একাই ঘর থেকে বেরিয়ে যায়। শিশুটির মা ঘরের ভেতর রাহাতকে না দেখে খোঁজা-খুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে থেকে শিশুটিকে খুঁজে পায় স্বজনরা। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, শিশু পুকুরে পড়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags
হালুয়াঘাট

.jpeg)