হালুয়াঘাটে দুস্থদের জন্য “মানবতার ঝুড়ি”
সমাজের দুস্থ মানুষের কথা বিবেচনা করে ময়নসিংহের হালুয়াঘাটে রাইডার্স ক্লাব এর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে ।শুঁটকি মহল ফলের দোকানে,গরু বাজার ফলের দোকানে ও কাঁচা বাজার ফলের দোকানে অতন্ত ৪টি “মানবতার ঝুড়ি”ঝুলিয়েছেন রাইডার্স ক্লাব ।
এ বিষয়ে বাজারে সাধারন মানুষ বলেন, বিষয়টি দেখে খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এভাবে সমাজের বিওাবানদের এগিয়ে আসা উচিত
এ বিষয়ে রাইডার্স ক্লাব,র সদস্য নব-নির্বাচিত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাজ্জাত হোসেন লিমন বলেন,হালুয়াঘাট রাইডার্স ক্লাব এর মডারেটর প্যানেল ও এডমিন প্যানেল এর সকলের সম্মিলিত সমন্বয় এ মানবতার ঝুড়ির উদ্যোগ গ্রহন করা হয়েছে, এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের, ইনশাল্লাহ দায় না ভেবে দায়িত্ব নিতে চায় ।