Priyohaluaghat প্রিয় হালুয়াঘাট
প্রতি বছরের মতো এবারো ময়মনসিংহের হালুয়াঘাটে সামাজিক সংগঠন ‘ওমর ফাউন্ডেশন’ এর উদ্যোগে ও আর্থিক সহযোগীতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারো ময়মনসিংহের হালুয়াঘাটে সামাজিক সংগঠন ‘ওমর ফাউন্ডেশন’ এর উদ্যোগে ও আর্থিক সহযোগীতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্প উপলক্ষে মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আনোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চক্ষু ক্যাম্পের প্রধান উদ্যোক্তা ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আ.ন.ম সাদেকুর রহমান নঈম, ডি.এস আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যাপক মার্শাল চিরান, কবি মোজাম্মেল হক, একলাছ উদ্দিন বিএসসি প্রমূখ।
এ সময় বক্তব্যে ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, আমি প্রতি বছর এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে থাকি। এ পর্যন্ত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ৪৪ হাজার চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি চার হাজার এর উপর চোখে ছানি পড়া রোগীর ময়মনসিংহ ডা. কে জামান বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন, যাতায়াত ও থাকা খাওয়ার ব্যবস্থা করেছি।
এছাড়াও পাঁচ হাজার এর উপর চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা দিয়েছি। এ বছর চক্ষু ক্যাম্পে ৩ হাজার এর অধিক রোগীর প্রাথমিক চিকিৎসা চিকিৎসা নিয়েছেন। চোখের ছানি অপারেশন, ঔষধ ও থাকা খাওয়ার যাবতীয় খরচ বহন করবেন ওমর ফাউন্ডেশন।