প্রিয়হালুয়াঘাট প্রিয় হালুয়াঘাটসীতকুণ্ডে টানা ৪০ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ শিশু-কিশোরকে বাইসাইকে উপহার দেওয়া হয়েছে।
সীতকুণ্ডে টানা ৪০ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ শিশু-কিশোরকে বাইসাইকে উপহার দেওয়া হয়েছে।
স্বাধীন দেশ দক্ষিণ বগাচতর মজরুল্লাহ উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ সাইকেল ক্ষমতা উদ্যোগে শিশু-কিশোরদের হাতে একে উপহার হিসেবে উপহার দেওয়া হয়।
মসজিদে ভোটের ফলাফলে মহবুবুল আলম ভূইয়ার ক্ষমতা ও সাধারণ ভোটে নুর ভুঁইয়ার সমর্থনে এক সময় ভোটাভুটি হয়।
সভা সমাবেশের শেষ পর্বে মাহবুবুল আলম বলেন, অত্র পরিকল্পনা শিশু-কিশোরকে নামাজী হিসেবে সম্পূর্ণ উহার অনুষ্ঠান প্রদানের জন্য এবং এশার নামাজ জামাতে পড়ার জন্য এ বিজয়ের অনুমতি করি। পথ প্রাথমিক ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশনও চারজন প্রতিযোগী পদ্ধতিতে হতে পারে। তাই ৬৫ সাইকেল উপহার দেওয়া হয়।
প্রাপ্ত সদস্য সাব্বির আনোয়া বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে পড়া জামাতে নামাজ পড়া অনুপ্রেরণা আরও জোরে।
কপি দৈনিক যুগান্তর পত্রিকা
Tags
ইসলামিক