প্রিয়হালুয়াঘাট প্রিয় হালুয়াঘাট
শেরপুর নালিতাবাড়ি পৌরসভায় ৪ অক্টোবর সকালে একজন মাওলানার কাছে এসে কালেমা পড়ে এবং ফিডেভিডের মাধ্যমে সনাতনী নারী ধর্ম ইসলাম গ্রহণ করেন তার দুই সন্তান সন্তান মা নিয়ে।
ইসলাম ধর্ম গ্রহণ করা নালিতাবাড়ি শহরের গড়কান্দা মহল্লার মরে খগেন বিশ্বাসের স্ত্রী রাণী, তার পুত্র জয় ও বিজয়।
তারা তাদের নাম গ্রহণ করেছেন বর্তমানে বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।
এ বিষয়ে নওমুসলিম আছি বেগম জানান, ইসলাম ধর্ম আমার অনেক আগে ভালো লাগতো। প্রতিবেশদের ইসলাম ধর্মের বিভিন্ন অবস্থান আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায়। বিজয়ী ইসলাম ধর্ম গ্রহণ করছে আমি এবং আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হতে ইসলাম ধর্ম গ্রহণ করছে।
এ বিষয়ে বিজয় জানান, প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি নিজে অনেক দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আজ আমার ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ।
অ্যাডভোকেট মেরাজ জানান, আজ স্বর্গীয় খগেন বিশ্বাসের স্ত্রী সব রাণী বিশ্বাস ও তার দুই পুত্র স্বেচ্ছায় আমার কাছে এসেছেন তাদের সনাতনী ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের মান স্ট্রং জুডিশিয়াল ম্যাজিট আদালতের বিচারক মো. মেহে হাসানের মাধ্যমে এফিডেভিট শেষ করেছি। সহজ: স্বাধীন বাংলা