ময়মনসিংহ ধোবাউড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে দক্ষিন গামারীতলা গিয়াস উদ্দিন এর ছেলে মজিবুর (২৪) এর বিরোদ্ধে।
অভিযোগ সৃত্রে জানা যায়, সোমবার বিকালে ছুটির পর কাশিনাথপুর মাদ্র্যাসা থেকে ৯ বছরের শিশুটি বাড়ির উদ্দেশ্য রৌওনা হইয়া দক্ষিন গামারীতলা নিজ বাড়ির কাছা কাছি পৌছা মাত্রই লম্পট মজিবুর পথে মধ্যে শিশুটির সাথে আলাপ ছাড়িতায় সঙ্গ দিয়ে আসতে থাকে সন্ধ্যাও নেমে আসে। তখন কৌশলে শফিকুল ইসলাম এর বারান্দায় নিয়ে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় তখন পুকুরের ঘাটলায় অবস্থান করা শফিকুল টের পেয়ে আসা মূহুত্বে মজিবুর পালাইয়া যায়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ টিপু সুলতান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
Tags
ধোবাউড়া
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
উত্তরমুছুন