ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্রাম থেকে দুই বছরের এক শিশু কন্যার মরদেহ কোপ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি টিম।
Priyohaluaghat
উদ্ধারের সময় হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা, বাবা ও মামাকে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান খান বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।