Magspot Blogger Template

ঢাবি খ ইউনিটে প্রথম হওয়া সেই মাদ্রাসা ছাত্রের উপর হামলা


ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে প্রথম স্থান অধিকার করে আজই দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জাকারিয়া। তবে ফলাফল প্রকাশ হতে না হতেই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। কোচিং বাণিজ্যের নির্মম চিত্র ধরা দিয়েছে তার সামনে। শারিরীক ভাবে নিগ্রহের শিকার হয়েছেন তিনি।



এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদ জাকারিয়া নিজেই। নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। এব্যাপারে মোঃ জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফেস দ্যা পিপলকে বলেন, ফলাফল প্রকাশের পর ফোকাসের ফার্মগেট শাখায় আমি সৌজন্য সাক্ষাতে যাই, ফোকাস কর্তৃপক্ষ আমাকে নিয়ে হয়তো একটি লাইভ প্রোগ্রাম করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় বাইরে ব্যাপক গন্ডগোল লক্ষ করি। কে বা কারা ব্যাপক হট্টগোল শুরু করে। আমরা অনেকক্ষণ দরজা খুলিনি। একপর্যায়ে দরজা খোলা হলে অজ্ঞাতনামা ১০-১৫ জন রুমে প্রবেশ করে আমাদেরকে চার্জ করতে থাকেন।


তিনি আরও জানান, একপর্যায়ে ফোকাস কোচিং এর শিক্ষকদের বের করে দেয়ার চেষ্টা করা হয়। এবং তাকেও শারিরীক ভাবে নির্যাতন করা হয়
এদিকে বিকেলে এক ফেসবুক পোস্টেও মোঃ জাকারিয়া দাবি করেন, ” আমার যদি কিছু হয় তাহলে তারা দায়ী। এখন ফার্মগেটই আছি। টিচাররূপী কিছু কুলাঙ্গারও চলে গেল। মওদুদ ভাইয়া এবং আলামিন ভাইয়ারাও সব জানে। কোচিং এর নাম বললাম না। ক্ষমা করে দিব বলছি। তাই ক্ষমা করে দিলাম। আশা করি আর জীবনেও এমন কাজ করবেন না।”

Priyohaluaghat

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال