গাজীপুরে বঙ্গবন্ধু কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল।
জানা যায় গাজীপুর মহানগর আওয়ামী সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র জনাব এডঃ জাহাঙ্গীর আলম তার এক বক্তিতায় জাতির পিতা শেখ মুজিব কে নিয়ে মন্তব্য করেন এতে আওয়ামীলীগ এর সহযোগী সংঘটনগুলো তার প্রতি ক্ষিপ্ত হয় তারই ধারাবাহিকতায় আজ বাসন থানা আওয়ামীলীগ এর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এতে ১৬ ও১৮নং থেকে ফারুক সরকার ও সবুজ সরকার এর নেতৃক্তে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, মিছিল টি হোমিও মেডিকেল গলি হয়ে চৌরাস্তায় সভাস্হলে মিলিত হয়,সভার প্রধান অতিথী জনাব আফজাল হোসেন সরকার রিপন (সহ-সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ)তার বক্তিতায় বলেন, আমরা একনিষ্ঠকর্মী,দলকে সংঘটিত করার লক্ষে কাজ করে যাচ্ছি একজন মেয়র হয়ে তার মুখে জাতির পিতার এমন করুচিপূর্ন মন্তব্য বেমানান আমরা এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই অনতিলম্বে দল থেকে বহিস্কারের জোর দাবি জানাচ্ছি।

