নিরাপদ সড়ক দিবসেই নিভে গেলো ৪ বছরের নিষ্পাপ শিশুর প্রাণ !
আজ শুক্রবার ২২ অক্টোবর সোয়া ১১ টার দিকে শ্রীপুর মাওনা রোডে বেপারী বাড়ী মসজিদের সামনে কাভার্ড ভ্যান চাপায় নিহত শিশু মোহাম্মদ আলী। হোসেনপুরের হাজীপুর গ্রামের ছন্দু ফকিরের সন্তান। বর্তমানে স্থানীয় নেকবর হোসেনের বাড়ির ভাড়াটিয়া। আসুন আমার আইন মেনে চলাচল করি, নিরাপদ সড়ক গড়ি।