Magspot Blogger Template

মুফতি কাজী ইবরাহিম হাফিঃ ইস্যুতে জরুরি কথা

 মুফতি কাজী ইবরাহিম হাফিঃ ইস্যুতে জরুরি কথা


আমি মুফতি কাজী ইবরাহিম হুজুরের সরাসরি ছাত্র হয়ে, ব্যক্তি ইবরাহিমের চেয়ে গত খুতবার বক্তব্যকে অধিক গুরুত্ব দেয়ার কর্তব্যটুকু স্মরণ করিয়ে দিতে চাই। মুমিনের স্বপ্নকে আল্লাহর রাসূল সাঃ নবুয়তের/ওহির ৪৬ ভাগের ১ ভাগ এর মর্যাদা ঘোষণা করেছেন। একই সাথে বলেছেন সাঃ, শেষ যুগে দেখা মুমিনদের বেশিরভাগ স্বপ্নই সত্য হবে।

মুফতি কাজী ইবরাহিম হাফিঃ ইস্যুতে জরুরি কথা

সেই আলোকে, হুজুর দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর, স্বপ্ন নির্দেশনার আলোকেই, গত সর্বশেষ খুতবায় সূরা ইউসুফের ভেতর বাংলাদেশের রাজনীতির ব্যখ্যা দেখিয়েছেন। হুজুর স্পষ্ট করে ব্যখ্যা করলেন, হজরত ইউসুফ আঃ এর নানা পরীক্ষা হিসেবে- কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, চরিত্রে চরম কালিমালেপন, নারীর ছলনায় প্রায় ৭ বছর কারা নিক্ষেপিত হওয়ার পর, শাসকের মর্যাদা প্রাপ্তির মাধ্যমে স্বপ্নের ১১ তারকা এবং চন্দ্র-সূর্যের সেজদার বাস্তবায়ন প্রত্যক্ষ করেছিলেন।


হুজুররের বক্তব্য ছিলো, আগামীর বাংলাদেশের রাজনীতিতে গণমুক্তির নায়ক হিসেবে একজন ইউসুফ রয়েছেন। সেই নেতাকে খুঁজে বের করুন।


শুধু এই স্বপ্ন এবং কোরানের এক তাফসিরই দখলদার হিন্দুস্তানী গোষ্ঠীর জন্য এতটা থ্রেট হয়েছে।


গ্রেফতারের আগে হুজুর মূল যে কথা বলেছেন, তা হল- শ্লোগাণ।


"স্বাধীন বাংলাদেশ

জিন্দাবাদ জিন্দাবাদ


র-মুক্ত বাংলাদেশ

জিন্দাবাদ জিন্দাবাদ


হিন্দুস্তানী রাজাকারমুক্ত বাংলাদেশ

জিন্দাবাদ জিন্দাবাদ


লিল্লাহি তাকবির

আল্লাহু আকবার"


পরিশেষে, হুজুরের উৎকন্ঠা এটাই সর্বাধিক ছিলো যে, হুজুর যদি আর ফিরে নাও আসেন, আমরা সবাই যেন শ্লোগাণগুলি ছড়িয়ে দেই।


প্রিয় ভাইয়েরা,

বাংলার মুসলমানদের ব্যপারে মাওলানা দেলোয়ার হোসেন সাইদীও হাফিঃ এরেস্টের আগে একটি ভবিষ্যত বাণী করে গিয়েছিলেন, তিনি বলে গিয়েছেন, শক্তভাবে ভারতীয় আগ্রাসনের মোকাবেলা করতে। একই সাথে বলেছেন, এই কাজটি যদি জাতি হিসেবে আমরা করতে না পারি, তাহলে এমন ঘন,কালো অন্ধকার নেমে আসবে, যার সুবহে সাদিক অসম্ভব।


সেই আল্লামা আজও বেঁচে আছেন! আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে মুফতি ইবরাহিম হাফিঃ এর স্পষ্ট ঘোষণার কারনে প্রশাসনের র-এজেন্ট অংশও চরম বেকায়দায় পড়েছে। হুজুর স্পষ্ট করেছেন, তিনি একা নন। বরং, র-এজেন্ট গোষ্ঠীই খুব একা। যার বাস্তবতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের এন্টি-ইন্ডিয়ান এবং দেশপ্রেমিক অংশ র-এজেন্টদের ওপর প্রভাব বিস্তার করেছে। হুজুরকে ইতিমধ্যে প্রকাশ্যে আনা হয়েছে।


মুফতি কাজী ইবরাহিম হাফিঃ ইস্যু হুজুরের এরেস্টের মাধ্যমে সামনে এলেও, এই ইস্যু সুবে বাংলার স্বাধীনতার চিরন্তন ইস্যু। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগলিক এই সময়ে আমাদের প্রতিটি ক্ষণই চরম দ্বায়িত্বপূর্ণ কাজের ক্ষণ।


আল্লাহ আমাদের উপলব্ধির দরজা উন্মুক্ত করে দিন। আমরা যেন, পশ্চাদপদ, অপমানিত ব্রাহ্মন্যবাদী গোষ্ঠীর পেছনে সপাটে পদচিহ্ন এঁকে দিতে পারি।


প্রত্যেক আইডি থেকে ভারতীয় এজেন্ট বিরোধী গণ-আওয়াজকে বুলন্দ করুন। অত্যাসন্ন আগামী স্বাধীনতার পূর্ব পর্যন্ত চলুক,


'স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ' শ্লোগাণ!


#FreeKaziIbrahim

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال